রাজ্য লিড নিউজ

ডায়মন্ড হারবারের প্রার্থী দিল বিজেপি

অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ডে বিজেপি প্রার্থী করা হল অভিজিৎ দাস ওরফে ববিকে। দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বর্তমানে রাজ্য বিজেপির সদস্য।

সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২তম এবং সর্বশেষ প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির।এতদিন পর্যন্ত বাংলায় সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবার প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। শেষমেশ ভোট শুরুর তিনদিন আগে অভিষেকের গড়ে প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির।

উল্লেখ্য, ১ জুন, শেষ দফায় ডায়মন্ড হারবারে ভোট। ২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে এই কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। এলাকার শ্রমিক মহলেও যথেষ্ট পরিচিত মুখ অভিজিৎ দাস। তাঁকেই প্রার্থী করার কথা জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। তা নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনার পর অবশেষে স্থানীয় স্তরের সংগঠনকে গুরুত্ব দিয়ে অভিজিৎ দাসকেই লড়াইয়ের মুখ হিসেবে বেছে নেওয়া হল।