দেশ ব্রেকিং নিউজ

লোকসভায় ‘অসংসদীয়’ মন্তব্য বিজেপি সাংসদের, সাসপেন্ডের দাবি বিরোধীদের

সংসদে অসংসদীয় শব্দ ব্যবহার করে বিতর্কে জড়ালেন বিজেপির এক সাংসদ। লোকসভায় বিরোধী দলের এক সংসদকে উদ্দেশ্য করে অশালীন শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিজেপি সাংসদের করা মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে সব বিরোধী পক্ষ। সাংসদের এহেন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিতর্কিত সংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে গেরুয়া শিবিরো। দলীয় নেতার মন্তব্যে ক্ষমাপ্রার্থনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

কয়েকদিন আগে হিন্দি কবি কুমার বিশ্বাস অভিযোগ করেছিলেন, “একটা সময় সংসদে এমন নেতারা থাকতেন। যাঁদের বক্তৃতা শোনার জন্য ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করত দেশবাসী। বর্তমানে নেতাদের মান কমে গিয়েছে।” খুব ভুল বলেননি কুমার বিশ্বাস। বৃহস্পতিবার লোকসভায় বিশেষ অধিবেশন চলছিল। সেসময়ে বিরোধী সাংসদের উদ্দ্যেশ্যে অশালীন বাক্যবাণ প্রয়োগ করেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরি। তাঁর বক্তব্যে শুরু হয় বিতর্ক।

জানা গিয়েছে, চন্দ্রযান নিয়ে আলোচনা হচ্ছিল। সেসময় বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে কটূক্তি করেন রমেশ। তাঁর মন্তব্য নিয়ে সংসদের ভিতরে ও বাইরে শোরগোল শুরু হয়ে যায়। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিজেপি সাংসদের বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, “খুব লজ্জাজনক বিষয়। রাজনাথ সিংয়ের ক্ষমা প্রার্থনা গ্রহণীয় নয়। এটা সংসদের অপমান। এই মুহূর্ত ব্যক্তিকে সাসপেন্ড করা হোক।” বিজেপি সংসদের মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ বিরোধীদলের নেতা ও সাংসদরা। এই মর্মে লোকসভার স্পিকারকে একটি পত্র পাঠিয়েছেন বিএসপি সাংসদ দানিশ আলি।