জেলা

রাঢ়বঙ্গ কী পৃথক রাজ্য হচ্ছে?

জন বার্লার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিকে ঘিরে ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বঙ্গভাগের দাবিতে সরব হলেন আরও এক বিজেপি সাংসদ। এবার রাঢ়বঙ্গকে ভেঙে পৃথক রাজ্যের দাবি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। আর তাঁর এই মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠল রাজ্য–রাজনীতি।
জন বার্লার বঙ্গভাগের বিতর্ক থেকে যখন দূরত্ব বাড়াচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব, তখন দিলীপ ঘোষদের অস্বস্তি বাড়ালেন সৌমিত্র খাঁ বলে মনে করা হচ্ছে। জন বার্লার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিকে সমর্থন জানালেন তিনি। আবার বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ নিয়েও আলাদা রাজ্যের দাবি উঠবে বলেও হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের সাংসদ। বিজেপি যুব মোর্চার সভাপতি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তাই পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা বাংলা দেশ তৈরির চেষ্টা করছেন উনি। তাহলে আমরাও রাঢ়বঙ্গকে নিয়ে আলাদা রাজ্য গঠনের দাবি জানাব।’‌

মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য কিছুই করেননি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ৫০ কিলোমিটার এলাকার মধ্যে ২৩ জন মন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী বারবার দিল্লির নেতাদের বহিরাগত বলেছেন। উত্তরবঙ্গ ও রাঢ়বঙ্গের ছেলেরাও মুখ্যমন্ত্রীকে বহিরাগত বললে অবাক হব না।’‌
তবে সৌমিত্র খাঁর মন্তব্য কোনওভাবেই দল সমর্থন করে না বলে স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। বিরোধিতার সরব তৃণমূল। এই বিষয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘বিজেপি নেতারা বাংলার ইতিহাস, ভূগোল, সংস্কৃতি জানে না। তাঁরা ভারতের স্বাধীনতার ইতিহাস জানে না। তাঁরা কিছুই জানে না। এটা তারই বহিঃপ্রকাশ।’