রাজ্য

ধাক্কা খেলেন সৌমিত্র খাঁ

তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও অভ্যাস একইরকম রয়ে গিয়েছে। ফলে স্বজনপোষণের অভিযোগে জেলা যুব সভাপতি নির্বাচন করতে গিয়ে শুরুতেই গাড্ডায় পড়লেন সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্য যুব মোর্চা সভাপতি হিসাবে জেলা যুব সভাপতি দের নাম ঘোষণা করেন সৌমিত্র খাঁ। কিন্তু সেই নামের তালিকা প্রত্যাহার করে নেওয়া হয়। এখানেই বিতর্কের সূত্রপাত।
ঠিক কী ঘটেছে?‌ বিজেপি সূত্রে খবর, ওই তালিকায় প্রায় ১৫টি জেলায় যুব সভাপতির নাম বদল করা হয়েছিল। তাতে আপত্তি জানান রাজ্য বিজেপি’‌র কয়েকজন কেষ্টবিষ্টু। অভিযোগ, নতুন যুব জেলা সভাপতি নির্বাচনে সৌমিত্র খাঁ নাকি তাঁর নিজের লোকেদের গুরুত্ব দিয়েছেন। এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে দলের অন্দরেই কোন্দল চরমে ওঠে। ব্যস, তারপরই প্রত্যাহার করে নেওয়া হয় ওই তালিকা।
যদিও সাংসদ ও রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ দাবি করেন, তিনি রাজ্য সভাপতিকে জানিয়েই তালিকাপ্রকাশ করেছেন। আর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার বলেন, যুব রাজ্য কমিটিই এখনও তৈরি হয়নি। তাহলে জেলা যুব সভাপতির নাম কে ঠিক করল? তাহলে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, এই তালিকা প্রকাশ ও প্রত্যাহারের মধ্যে বিড়ম্বনায় পড়েন নতুন ৯ জেলা যুব সভাপতি। তাঁরা নতুন যুব জেলা সভাপতি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন। তারপর কাজ শুরুর মুখে জানতে পারেন যে ওই তালিকা বাতিল করা হয়েছে। এই ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য যুব মোর্চা সভাপতি হিসেবে ইনিংস শুরুর মুখেই ধাক্কা খেলেন সৌমিত্র খাঁ। এই ঘটনায় রাজ্য–রাজনীতিতে হাসির রোল উঠেছে।