ফের বেপরোয়া বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ডেপুটেশন জমা দিতে গিয়ে বিডিও-কে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার প্রকাশ্য সমাবেশ থেকে থানা জ্বালিয়ে দেওয়ার নিদান দিলেন তিনি।
আজ, শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ২৭ ডিসেম্বর অশোকনগর থানার অন্তর্গত ভুরকুন্ডা পঞ্চায়েতের বিজেপি মন্ডল সভাপতি দিলীপ বৈদ্যকে নিগ্রহের ঘটনায় তোলপাড় অশোকনগর। তারই প্রতিবাদে আজ অশোকনগরে দুপুর থেকেই শুরু হয় বিজেপির এই প্রতিবাদ সভা।
প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের হুঁশিয়ারি, “আগামী দিনে এমন কোন ঘটনা ঘটলে এবং তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতার না করলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে অশোকনগর থানা।” এছাড়াও স্বপন আরও বলেন, “অশোকনগর থানার ওসি সহ আর কিছু আইসি আছে যারা কালীঘাট থেকে চামচাগিরি করার টিকিট নিয়ে এসেছে।” পুলিশের বিরুদ্ধে এমন মন্তব্যে রীতিমত উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা। অপরদিকে বিজেপি বিধায়কের থানা জ্বালিয়ে দেওয়ার নিদানকে প্রকাশ্যে নিন্দায় সরব হয়েছে তৃণমূল শিবির।