দেশ ব্রেকিং নিউজ

কর্ণাটক পুরভোটে সাফ বিজেপি

রবিবার পাঁচ রাজ্যের ফল ঘোষণা হবে। তার আগেই বড় বিপর্যয়ের মুখে পড়ল বিজেপি। কর্ণাটকের পুরসভা ও মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটে ভরাডুবি হল। ধুয়েমুছে সাফ হয়ে গেল বিজেপি। তাতে অনেকের মত, এভাবেই পাঁচ রাজ্যে ভরাডুবি হবে বিজেপির। ১০টি পুরসভার মধ্যে সাতটি দখল করেছে কংগ্রেস। একটি পেয়েছে রাজ্যের শাসকদল বিজেপি।
সবমিলিয়ে কংগ্রেস জয়লাভ করেছে ১১৯টি আসনে। জেডিএস এবং বিজেপি জিতেছে যথাক্রমে ৬৭ ও ৫৬টি আসন। অর্থাৎ পাঞ্জাব, হিমাচলের পর স্থানীয় নির্বাচনে হারের ধারা অব্যাহত থাকল গেরুয়া শিবিরের। এই জয়ের পর দলের কর্মী–সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া।
বিজেপির এই ফলাফলে কোনও প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব। তার মধ্যে করোনা মহামারিতে বেসামাল হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। রবিবার যদি বাংলা জয় অধরা থাকে তাহলে তা আরও চাপ বাড়বে তাদের বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাকি রাজ্যে যদি খারাপ হয় তাহলে প্রশ্ন উঠবে মোদী ম্যাজিকের।এখন দেখার শেষ পর্যন্ত কি হয়।