ব্রেকিং নিউজ রাজ্য

কাশিপুরে বিজেপি নেতা মৃত্যুর ঘটনায় সিট গঠন

কাশিপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যুর ঘটনায় এবার সিট গঠন করল কলকাতা পুলিশ। ৩ সদস্যের সিট গঠন করা হয়েছে । হোমিসাইড, চিৎপুর থানার আধিকারিক মিলে সিট গঠিত হয়েছে। রবিবার, ঘটনাস্থল পরিদর্শন করেছে সিটের তদন্তকারী দলের আধিকারিকরা। অর্জুন চৌরাশিয়ার মোবাইলের পাসওয়ার্ড, ই-মেল জানা থাকলে সেটা তদন্তকারীদের দেওয়ার জন্য পরিবারকে নোটিশ দিয়েছে সিট।

মৃতের বড় দাদার দাবি, বাড়ির সামনের রাস্তায় ঘটনার রাতে এসেছিল চার চাকার একটি গাড়ি।যা নিয়ে কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার মৃত্যুকাণ্ডে নতুন করে রহস্য দানা বেঁধেছে। অর্জুন চৌরাসিয়ার বড় দাদা আনন্দ চৌরাসিয়ার দাবি, “ঘটনার দিন রাতে একটা গাড়ি এসেছিল ওই গাড়িটি সকালে দেখি ব্রিজের দিকে থেকে এসে আমাদের বাড়ির দিকে দাঁড়িয়েছে। সন্দেহ করছি ওই গাড়িতে কেউ কি এসেছিল? চিৎপুর থানার পুলিশকে আমরা গোটা বিষয়ে জানিয়েছি মৌখিক ভাবে।” মৃতের দাদার দাবি, “ঘটনার দিন রাতে কেউ ডাকতে আসেনি কিন্তু এর আগে মাঝে মধ্যে রাতে কেউ বা কারা এসে ডাকতো অর্জুনকে। কে বা কারা সেটা জানা নেই।” ওই এলাকার একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজে  ধরা পড়েছে ঘটনার রাতে ১২.১৫ মিনিট নাগাদ একটি গাড়ি আসে।

উল্লেখ্য, শুক্রবার সকালে রেলের পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয় অর্জুনের ঝুলন্ত দেহ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।