জেলা

বিজেপি দপ্তরে মহিলাদের শ্লীলতাহানির নালিশ

যে দলের স্লোগান আর নয় অন্যায়, সেই দলেরই দলীয় কার্যালয়ে মহিলা মোর্চার কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল। হ্যাঁ, দলের নাম বিজেপি। বারুইপুরে দলীয় কার্যালয়ে মহিলা মোর্চা কর্মীদের শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে জেলা বিজেপি সাধারণ সম্পাদক স্বরূপ দত্তকে। শ্লীলতাহানির ঘটনায় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মধুস্মিতা রায় জেলা সম্পাদক স্বরূপ দত্ত ও মণ্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় স্বরূপ দত্তকে।
গত রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে বারুইপুরে গিয়েছিলেন অনুপম হাজরা। সংবর্ধনার পর একটি বৈঠক শুরু হয়। আর সেই বৈঠককে ঘিরেই অশান্তির আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় বিজেপি’‌র মহিলা কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। যদিও গ্রেপ্তারের বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি জেলা বিজেপি নেতৃত্ব। দলের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপি’‌র জেলা সম্পাদক স্বরূপ দত্ত ও মণ্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা মোর্চার কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বিজেপি’‌র মহিলা মোর্চার পক্ষ থেকে মধুস্মিতা রায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপি’‌র সাধারণ সম্পাদক স্বরূপ দত্তকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, পার্টি অফিসের মধ্যে মহিলাদেরও হেনস্থা করা হয়। তাঁদের গায়ে হাত দেওয়া হয়। এমনকী শাড়ি টেনে খুলে দেওয়া হয়।