তিনি বলেছিলেন, ‘আমার যদি করোনা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবো।’ এই মন্তব্যের পর রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়। জোর চর্চা হতে থাকে তাঁর বিরুদ্ধে। হ্যাঁ, তিনি বিজেপি’র নেতা অনুপম হাজরা। এবার তাঁর সত্যিই করোনা হল। আক্রান্ত হলেন করোনা সংক্রমণে। ভর্তি হলে বেসরকারি হাসপাতালে। কিন্তু মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরতে পারলেন না। যা নিয়ে আলোচনা সর্বত্র।
করোনায় আক্রান্ত হওয়ার খবর অনুপম হাজরা নিজেই জানিয়েছেন ফেসবুকে পোস্ট করে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসিৎ মন্তব্য করায় অনুপম হাজরার নামে এফআইআর হয়েছে। অনুপম অবশ্য ফেসবুকেই পাল্টা হুমকি দিয়ে রেখেছিলেন, কয়েক মাস যাক, মুখ্যমন্ত্রীকে এফআইআরের মাশুল দিতে হবে সুদে আসলে।
গত ২৭ সেপ্টেম্বর বারুইপুরের সভায় যোগ দিয়েছিলেন তিনি। সেখানে কোভিড নিয়ম মানেননি বলে অভিযোগ উঠেছিল অনুপম হাজরার বিরুদ্ধে। অভিযোগ, বৈঠকের সময় কোভিড নিয়ম মানেননি অনুপম ও বিজেপি’র একাধিক কর্মী। তাঁরা পরেননি মাস্ক, মেনে চলেননি সামাজিক দূরত্ব বিধি। তাই দেখেই বিজেপি নেতাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কেন তিনি ও তাঁর দলীয় কর্মীরা মাস্ক পরেননি? তখন অনুপম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেতা।
তিনি দাবি করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সাধারণ মানুষকে কাঁদতে হচ্ছে। যার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন ২০২১ সালের নির্বাচনের শেষে। মুকুল অনুগামী হিসেবে পরিচিত অনুপমকে জাতীয় সম্পাদকের দায়িত্ব দেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার পরেই তিনি এমন মন্তব্য করেন।