বিজেপির বুথ সভাপতির বাড়িতে নাবালিকার ওপর শারীরিক নিগ্রহ করেছে দুই যুবক এমনটাই অভিযোগ তৃণমূল নেতার । নাবালিকার ওপর নির্যাতন চালানো হয়েছে বিজেপির মহিলা মোর্চার বুথ সভাপতির বাড়িতে। বিজেপি বাংলায় উত্তর প্রদেশের কালচার আনার চেষ্টা করছে। অভিযোগ, নির্যাতনের সময় বাড়িতে থেকেও মেয়েটিকে উদ্ধার করেনি বিজেপি নেত্রী পূর্ণিমা সরকার।
বিজেপি নেতার দাবি, পূর্ণিমা সরকার বিজেপি নেত্রী নয় তিনি একজন সাধারন বিজেপি কর্মী। এরকম কোনো ঘটনা ঘটতে থাকলে পুলিশ প্রশাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তৃণমূলের তোলা উত্তরপ্রদেশের কালচার প্রসঙ্গে বিজেপি নেতা বলেন বাংলার মতো ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশে ঘটে না। প্রতিদিন খবরের কাগজ খোলা যায়না ধর্ষণের ঘটনার জেরে।
ধর্ষণকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে সাহায্য চেয়ে চিৎকার করে বছর পনেরোর নাবালিকা। কিন্তু কেউ এগিয়ে আসেনি। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতা করার অভিযোগে এক বিজেপি নেত্রী-সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ বাড়ির সামনে খেলছিল ওই নাবালিকা। তখন প্রতিবেশী এক যুবক নতুন ক্যামেরা কিনেছে বলে তাকে জানায়। সেই ক্যামেরা দেখানোর প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেই বাড়িতেই ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে৷ নির্যাতিতার বাবা জানিয়েছেন, মেয়েকে বাড়িতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশী মহিলার বাড়িতে থেকে মেয়েকে উদ্ধার করেন।
এদিকে, পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা সকলেই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, অভিযুক্ত মহিলার স্বামী কেরলে কাজ করেন। সেখানেই কাজ করে ওই দুই যুবক। তারা নবদ্বীপের বাসিন্দা। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।