দেশ লিড নিউজ

বিজেপি নেত্রী – অভিনেত্রী সোনালি ফোগট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি

অভিনেত্রী সোনালি ফোগটের আকস্মিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগট হত্যাকাণ্ডে এবার সিবিআই তদন্তের দাবি জানালো তার পরিবার।

প্রাথমিক অনুমান ছিল, গোয়া সফরে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। কিন্তু ময়নাতদন্তের সোনালির মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ শরীর জুড়ে রয়েছে ক্ষতচিহ্ন। মনে করা হচ্ছে, কিছু দিয়ে তাঁকে আঘাত করা হয়েছিল। যদিও পরিবারের দাবি, খাবারে বিষ মিশিয়ে ধর্ষণ করা হয়েছিল হরিয়ানার এই অভিনেত্রীকে। দায়ী করা হয়েছে সোনালির দুই সহকর্মীকেই।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত্যুর ঠিক আগে দুই সহকারীর সঙ্গেই গোয়ার এক রেস্তোরাঁয় ছিলেন সোনালি। ভিডিওতে দেখা গিয়েছে, সহকারী সুধীরকে জড়িয়ে টলতে টলতে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন সোনালি ফোগট।

পুলিশের দাবি, অভিযুক্তরা স্বীকার করে নিয়েছে যে সোনালির পানীয়ে তারা এমডিএমএ নামক এক ধরনের রাসায়নিক মাদক মিশিয়ে দিয়েছিল। ইতিমধ্যেই, বিজেপি নেত্রী তদন্তে নেমে সোনালি ফোগটের দুই সহকারী সুধীর সাঙ্গোয়ান এবং সুখবিন্দর ওয়াসিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, সোনালি ফোগটের পানীয়ের মধ্যে তাঁরা ১.৫ গ্রাম এমডিএমএ নামক একধরনের মাদক মিশিয়ে দিয়েছিল।

২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’-র মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ। এর পর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’ -তে দেখা যায় তাঁকে। বেশ কয়েকটি পঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিওতেও উপস্থিত থেকেছেন সোনালি ফোগট।