ফের আবাস যোজনা সহ একাধিক প্রকল্প নিয়ে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হল বিজেপি।
নদীয়া কৃষ্ণনগরে আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরব বিরোধী শিবির বিজেপি। শুক্রবার কৃষ্ণনগর এক নম্বার গ্রাম পঞ্চায়েতে বিজেপির নেতৃত্ব আবাস যোজনা প্রকল্পের দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশন দেয়।
বিজেপির অভিযোগ, আবাস যোজনার পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকেও সাধারণ মানুষ বঞ্চিত। এছাড়াও রাজ্যজুড়ে বিভিন্ন এলাকা ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে, বিজেপি করার অপরাধে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত সাধারণ মানুষ। আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন ভাঙা ঘরে বাস করা দরিদ্র পরিবারগুলো। দুর্নীতি রুখতে সরকারিভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর। সেই ক্ষেত্রেও তালিকা তৈরিতে যাদের পাকা বাড়ি রয়েছে তারা তালিকায় স্থান পেয়েছেন।
এমনই একাধিক অভিযোগকে সামনে রেখে শুক্রবার কৃষ্ণনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেয় বিজেপি। এদিন ডেপুটেশন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে ৩৪ নাম্বার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর কৃষ্ণনগর এক নম্বর ব্লক আধিকারিক পিন্টু ঘরামী আশ্বাস দেন, বিষয়টি তদন্ত করে দেখবেন এবং যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া হবে। উল্লেখ্য, এদিন বিজেপির ডেপুটেশনের মধ্যে সাধারণ মানুষকে বিভিন্ন দাবি নিয়ে যোগদান করতে দেখা যায়।