রাজ্য

বিজেপি’‌র গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র মেদিনীপুর

এবার প্রকাশ্যে চলে এল বিজেপি’‌র গোষ্ঠীকোন্দল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি’‌র গোষ্ঠীকোন্দলে জেরবার গেরুয়া শিবির। কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনা মুখ পুড়িয়েছে বলে মনে করা হচ্ছে। আদি বিজেপি বনাম নব্য বিজেপি’‌র লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল মকরামপুর। সোমবার রাতে শুভেন্দু অনুগামীদের অফিসে হামলা করা হল। পতাকা লাগানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। শুভেন্দু অনুগামীরা সহায়তা কেন্দ্রে বিজেপি’‌র পতাকা লাগিয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ আদি বিজেপি’‌র কর্মীরা।
অভিযোগ, এই ঘটনার জেরে বচসা থেকে শুরু হয়। তারপর তা হাতাহাতি, মারধর পর্যন্ত গড়ায়। মারধর করা হয় শুভেন্দু অনুগামীদের। হামলা চলে সহায়তা কেন্দ্রেও। পরিস্থিতি রীতিমতো ঘোরালো হয়ে ওঠে। আদি–নব্যের মারামারিতে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
জানা গিয়েছে, শুভেন্দুর ছবি, পোস্টার এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহত একজনকে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আদি বিজেপি কর্মীদের বক্তব্য, এঁরা কেউই দলের সদস্য নন। কারণ বিজেপিতে যোগদানের একটি পদ্ধতি আছে। বিজেপি’‌র নারায়ণগড় উত্তর মণ্ডলের সভাপতি সত্যজিত দে বলেন, ‘‌এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। তৃণমূলই এই কাজ করেছে।’‌