বঙ্গ–সফরে এসে এবার রাজ্যের সরকারি কর্মীদের মন পাওয়ার চেষ্টা করলেন অমিত শাহ। ভোটমুখী বাংলায় পা রেখে আবারও বঙ্গবাসীর উদ্দেশ্যে বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একুশে বাংলার ক্ষমতায় বিজেপি এলে, সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করলেন মোদীর সেনাপতি।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সভাস্থলে বাঁশের ব্যারিকেড ভেঙে কালো পতাকা দেখালেন কয়েকজন মহিলা। তাঁদের রীতিমতো বলপ্রয়োগ করে হটিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। তাতেও কেউ নিরস্ত হননি। বরং আরও বেশি মহিলা বিক্ষোভ দেখান। ফলে সাময়িকভাবে সভায় বিশৃঙ্খলা তৈরি হয়। অমিত শাহ নিজে সকলকে শান্ত হওয়ার আবেদন জানান।
তারপরেই শাহ বলেন, ‘বাংলার পরিস্থিতি ভালো নয়। আর্থিক পরিস্থিতির হাল খারাপ। তাই একবার বিজেপি সরকার গড়ে দিন বাংলায়। সকল সরকারি কর্মচারির জন্য সপ্তম বেতন পে–কমিশন কার্যকর করা হবে। রাজ্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে।’
এই ঘোষণার পরই কয়েকজন মহিলা বাঁশের ব্যারিকেডের উপর উঠে কালো পতাকা দেখান তাঁকে। কৈখালী শিক্ষক সমিতি লেখা ছিল কালো পতাকার নীচে। তা চোখে পড়া মাত্রই নিরাপত্তরক্ষীরা তাঁদের রীতিমতো টেনে–হিঁচড়ে সেখান থেকে নামিয়ে দেন। তাঁদের বাইরে বের করে দেওয়া হয়। অমিত শাহ নিজে তাঁদের শান্ত করার চেষ্টার পর কটাক্ষের সুরে বলেন, ‘এসব মমতা বন্দ্যোপাধ্যায়েরই কারসাজি। এভাবে মহিলাদের সামনে ঠেলে দিয়েছেন বিক্ষোভের জন্য।’