দেশ ব্রেকিং নিউজ

বিপুল অনুদান পেয়েছে বিজেপি

একুশের নির্বাচনে বিজেপি ব্যাপক টাকা ছড়িয়েছে বলে আগেই অভিযোগ উঠেছিল। এবার হাতে এল চাঞ্চল্যকর তথ্য। ২০১৯–২০ আর্থিক বছরে একক ব্যক্তি, ইলেকটোরাল ট্রাস্ট এবং কর্পোরেটদের কাছ থেকে ৭৮৫ কোটি টাকা অনুদান হিসেবে পেয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। একই সময়ে বিরোধী দল কংগ্রেসের পাওয়া অনুদানের তুলনায় পাঁচ গুণ!

ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনে জমা দেওয়া বিজেপির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এবং এই সপ্তাহে নির্বাচন কমিশনের প্রকাশ্যে নিয়ে আসা প্রতিবেদন অনুযায়ী, এক বছরে ৭৮৫ কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি।

অনুদানের উৎসগুলির মধ্যে রয়েছে ইলেকটোরাল ট্রাস্ট, কর্পোরেট এবং সাধারণ মানুষের পাশাপাশি দলের সদস্যদের দেওয়া অনুদান। দলীয় তহবিলে অনুদান দেওয়া সদস্যদের মধ্যে অন্যতম পীযূষ গয়াল, প্রেমা খাণ্ডু, কিরণ খের এবং রমন সিং।

কর্পোরেট হাউসগুলির মধ্যে আইটিসি, কল্যাণ জুয়েলার্স, রেয়ার এন্টারপ্রাইজ, অম্বুজা সিমেন্ট, লোধা ডেভেলপার্স এবং মতিলাল ওসওয়ালের মতো সংস্থাগুলি বিজেপির ঝুলিতে টাকা দিয়েছিল বলে সূত্রের খবর। নিউ ডেমোক্র্যাটিক ইলেকটোরাল ট্রাস্ট, প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট, জনকল্যাণ ইলেকটোরাল ট্রাস্ট এবং ট্রায়াম্ফ ইলেকটোরাল ট্রাস্টও বিজেপির তহবিলে বড় অবদান রেখেছিল।

সেখানে কংগ্রেসের অনুদানের প্রতিবেদন অনুযায়ী, তারা পেয়েছে ১৩৯ কোটি টাকা। তৃণমূল কংগ্রেস পেয়েছে আট কোটি টাকা এবং সিপিআই পেয়েছে ১.৩ কোটি টাকা। সিপিএমের প্রাপ্ত অনুদানের পরিমাণ ১৯.৭ কোটি টাকা। শুধুমাত্র ২০ হাজার টাকার বেশি অনুদানই এই রিপোর্টের অন্তর্ভুক্ত। রাজনৈতিক দলগুলিকে প্রাপ্ত অনুদানের অডিট রিপোর্ট জমা দেওয়ার তারিখ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।