ব্রেকিং নিউজ রাজ্য

সাদা কাগজে সই করিয়ে মিথ্যে মামলা সাজিয়েছে বিজেপি: দাবি সন্দেশখালির এক মহিলার

সন্দেশখালি কাণ্ডে ফের নতুন মোড়। রাজ্য তথা জাতীয় রাজনীতিতে বহুল চর্চিত স্টিং অপারেশন বিজেপির বিরুদ্ধে ‘চক্রান্তের’ যে অভিযোগ তুলেছিল, সেই বারুদে বিস্ফোরণ ঘটল ওই জনপদেরই এক অভিযোগকারিণীর বিবৃতিতে।

সন্দেশখালির এক মহিলার দাবি, ‘সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মামলা সাজিয়েছে বিজেপি। আর এখন মিথ্যা মামলা থেকে সরে আসতে চাইলে মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে!’ শুধু তিনিই নন, এরকম আরও অভিযোগ সামনে আসতে শুরু করেছে।

অভিযোগকারিণীর আরও দাবি, প্রথম থেকেই ‘মিথ্যা মামলা’ তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু পেরে ওঠেননি। স্টিং অপারেশন সামনে আসার পর সাহস করে প্রকাশ্যে এসেছেন। তাঁর বক্তব্য, ‘মধ্যরাতে এসে ধর্ষণ, গালিগালাজ, বা রাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার মতো কিচ্ছু হয়নি। মিথ্যা অভিযোগ করে সাজানো হয়েছে।’