অপরাধ করল একজন, আর সাজা পেল আর একজন! সেটা সম্ভব হল বিজেপি কর্মীদের অজ্ঞতার জন্যই। কে শত্রু? কে মিত্র? সেটাই ঠিক করে জানে না তারা। শুধু দেশভক্তি প্রমাণ করতে চিনের প্রেসিডেন্টের বদলে উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ নেতার কুশপুতুল পুড়িয়ে ফেলল বিজেপি কর্মীরা। এখন তাদের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে উঠল হাসির রোল। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ভাইরাল হয়ে গিয়েছে।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, পোড়ানোর কথা ছিল চিনের প্রেসিডেন্ট শি জিংপিনের কুশপুতুল। কিন্তু বিজেপি কর্মীরা অজ্ঞতার কারণে শত্রু চিনতে ভুল করে। আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কুশপুতুল পুড়িয়ে দেয়। উল্লেখ্য, লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় ভারত–চিন সংঘর্ষের কারণে এখন গোটা দেশের মানুষ প্রতিবাদে নেমেছেন। কুড়ি জন ভারতীয় সেনাকে হত্যা করেছে চিন। এই ঘটনার প্রতিবাদে সারাদেশে চিনের পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। বিক্ষোভের আঁচ আরও উঁচুতে পৌঁছে দিতে নেমেছিলেন আসানসোলের বিজেপি কর্মীরা। কিন্তু ভুলের চোটে নিজেদের হাতই সেঁকে গেল।
উত্তর কোরিয়ার সঙ্গে এই মুহূর্তে ভারতের কোনও বিবাদ নেই। সমস্যা চিনের সঙ্গে। বিজেপি কর্মীরা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কুশপুতুল পুড়িয়ে বিপদ বাড়ালেন বলে মনে করছেন অনেকেই। আসানসোলের বিজেপি কর্মীরা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুতুল পোড়ানোর কর্মসূচি গ্রহণ করেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই শি জিংপিনকে চেনেন না। ফলে পুড়ল কিম জং উনের কুশপুতুল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি কর্মীরা একে অপরকে দোষ দিচ্ছেন।
