ব্রেকিং নিউজ রাজ্য

আসানসোলে পবনের পরিবর্ত খুঁজে পেল বিজেপি, ভূমিপুত্র আলুয়ালিয়াতেই ভরসা পদ্ম শিবিরের

অবশেষে আসন্ন লোকসভা নির্বাচনে বুধবার ঘোষণা করা হল আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম। এই লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন আসানসোলের ভূমিপুত্র প্রবীণ রাজনীতিবিদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। হাইভোল্টেজ আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী আগেই ঘোষণা করেছে তৃণমূল। সেখানে তৃণমূলের হয়ে লড়বেন শত্রুঘ্ন সিনহা। সিপিএম-এর হয়ে সেখানে লড়াই করছেন জাহানারা খাতুন।

এর আগে প্রথম দফার তালিকায় বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রথমে প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল ভোজপুরী গায়ক পবন সিং-কে। পরে যদিও তিনি সরে দাঁড়ান।

প্রসঙ্গত, এই নিয়ে পরপর তিনবার লোকসভা ভোটে লড়ছেন সুরিন্দর। প্রথমবার তাঁকে প্রার্থী করা হয়েছিল দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে। সেইবার জিতে মন্ত্রী হন তিনি। এরপরের বার তাঁকে দাঁড় করানো হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। সেখানেও পদ্মশিবিরের জয় ছিনিয়ে আনেন তিনি। এবারও বিজেপি ভরসা রেখেছে তার উপরেই। এবার বাকি থাকল শুধু ডায়মন্ড হারবার।খুব শীঘ্রই সেই কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করতে চলেছে গেরুয়া শিবির।