জেলা

‘‌হাজার টাকার কুপন বিলি’

একুশের নির্বাচনে জেতার জন্য কুপন বিলি করছে বিজেপি। বুধবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বুধবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে সুখেন্দুশেখর বলেন, ‘‌টাকা ছড়িয়ে ভোট দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের চোখ কীভাবে এড়িয়ে গেল বুঝতে পারছি না। ওঁরা বলেছিলেন অবাধ শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ভোটের ব্যবস্থা করা হবে।’‌ টাকার বিনিময়ে হাজিরা দিতে হবে নরেন্দ্র মোদীর জনসভায়। ভোট দিতে হবে বিজেপিকে। তাহলেই মিলবে কুপন। আর সেই কুপন ভাঙালেই ইনাম ১ হাজার টাকা। এই অভিযোগ তোলা হয়েছে।
এদিন তৃণমূল সাংসদ জানান, ১ এপ্রিল থেকে প্রধানমন্ত্রীর জনসভায় লোক আনার জন্য ও বিজেপিকে ভোট দেওয়ার জন্য ক্যাশ কুপন দেওয়া হচ্ছে। ভোটারদের বাড়ি গিয়ে তা বিলি করা হচ্ছে। ওই কুপনে প্রধানমন্ত্রীর ছবি, জনসভার কথা ও ১ হাজার টাকা দেওয়ার কথা বলা রয়েছে। যারা প্রধানমন্ত্রীর জনসভায় যাবেন তাঁরা বিজেপি প্রার্থীর কাছে ওই কুপন জমা দিলে নগদ ১ হাজার টাকা পাবেন। নির্বাচন কমিশনের দৃষ্টি এতবড় ঘটনা কীভাবে এড়িয়ে গেল তা আমাদের কাছে রহস্যের। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।
তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‌বহু বিজেপি নেতার সভাই ফাঁকা। খোদ অমিত শাহকেও হেলিকপ্টার বিভ্রাটের দোহাই দিয়ে পিছিয়ে আসতে হয়েছে। প্রধানমন্ত্রীর সভার ক্ষেত্রে যাতে এইটা না ঘটে সেই কারণেই এই টাকা বিলি করা হচ্ছে। এই ধরনের ক্যাশ ফর ভোট, পশ্চিমবাংলার রাজনীতিতে কখনও ঘটেনি। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভাও ফাঁকা থাকছে।’‌
মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই তাঁর জনসভায় বলে আসছেন বিজেপি ভোটের আগে বাড়ি বাড়ি টাকা বিলি করছে। অভিযোগ থাকলেও ঠিক কোথায় কখন কী ভাবে এই টাকা বিলি হচ্ছে তা স্পষ্ট করেননি তিনি। এর মধ্যেই পার হয়ে গিয়েছে ভোটের তিনটি দফা। চতুর্থ দফার আগেই এই বোমা ফাটাল তৃণমূল।