বাংলায় ২২ জানুয়ারি ছুটি ঘোষণা দাবি করল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই দাবি নিয়ে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস হাফ ছুটির ঘোষণা করেছে মোদী সরকার। ইতিমধ্যে উত্তরপ্রদেশ তো বটেই, একাধিক রাজ্যেও স্কুল ছুটি দেওয়া হয়েছে।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি শেয়ার করেছেন সুকান্ত। চিঠিতে অযোধ্যায় রামচন্দ্রের ‘পবিত্র জন্মভূমি পুনরুদ্ধার’এর কাহিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ। তিনি লেখেন, ”আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২ জানুয়ারি সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে।”
সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও ২২ জানুয়ারি ছুটির আওতায় রাখতে মুখ্যমন্ত্রীকে ‘অনুরোধ’ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।