দেশ ব্রেকিং নিউজ

সরকার ফেলতেই দেরীতে লকডাউন

করোনা রুখতে সোনিয়া মোদীকে চিঠি লিখে তাঁর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপের নেওয়ার লক্ষ্যে দেশজুড়ে লকডাউন জারি করে কেন্দ্র। এই লকডাউন কার্যকর করতে মরিয়া হয়ে উঠে রাজ্যগুলিও। দেশে গত তিন সপ্তাহ ধরে চলছে লকডাউন। এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩ মে পর্যন্ত।
তবে এবার ফের আক্রমণের পথে হাঁটল কংগ্রেস। শনিবার গোয়া কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে আক্রমণ করে বলা হয় যে দেশজুড়ে লকডাউন জারি করতে দেরি করেছে বিজেপি। আর তার মূলে রয়েছে মধ্যপ্রদেশে কমলনাথের সরকারকে ফেলা। কমলনাথ নিজেও এই অভিযোগ এনে বলেছিলেন যে, বিজেপি’‌র জন্যই দেশের এই পরিস্থিতি আজ।
উল্লেখ্য, করোনাভাইরাস ১০ দিনের জন্য মধ্যপ্রদেশের বিধানসভা অধিবেশন স্থগিত করার কথা ঘোষণা করে কমলনাথ সরকার। তবে কংগ্রেসের এই স্ট্র‌্যাটেজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যায় বিজেপি। এরপর মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডনের নির্দেশে মধ্যপ্রদেশের বিধানসভায় শক্তি পরীক্ষা দেয় কমলনাথের সরকার। তখনই দেশজুড়ে করোনা নিয়ে তৎপরতা শুরু করে কেন্দ্র। ২২ মার্চ জনতা কার্ফু জারির পর ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল লকডাউন জারি করা হয়। পরবর্তীতে সেই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে করা হয়।