দেশ ব্রেকিং নিউজ

শেষ মুহূর্তে বিজেপির প্রার্থীবদল‌

হাতে ছিল দলের টিকিট, মনোনয়নপত্র। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পেশ করা হল না পশ্চিম বর্ধমানের গলসির বিজেপি প্রার্থী তপন বাগদির। কারণ ততক্ষণে প্রার্থী বদলে দিয়েছে দলীয় নেতৃত্ব। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ওই কেন্দ্রের নতুন প্রার্থী বিকাশ বিশ্বাস। সোমবারই ছিল গলসি কেন্দ্রে মনোয়ন পেশের শেষ দিন।
সোমবার দলের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পেশ করতে গেলে তপনবাবুকে ফোনে নিষেধ করে দলীয় নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষক বিকাশ বিশ্বাসকে প্রার্থী করে তারা। পানাগড়ের বাসিন্দা বিকাশবাবু কাঁকসার একটি স্কুলের শিক্ষক। বিজেপির পুরনো কর্মী তিনি। তপন বাগদির হয়ে গলসিতে প্রচারও করছিলেন।
দলের সিদ্ধান্ত নিয়ে তপনবাবু বলেন, ‘দিনকয়েক আগে সাংসদ এসএস আহলুওয়ালিয়া আমাকে প্রচার করতে নিষেধ করেছিলেন। তখন বুঝিনি যে প্রার্থীপদ বাতিল হতে পারে। কেন এমনটা হল দলের সঙ্গে কথা বলবো।’ বিকাশবাবুর কথায়, ‘আমার কাছে কোনও আভাস ছিল না। আমি তপনদার হয়ে প্রচার করছিলাম। ভবিষ্যতে ওনাকে নিয়েই প্রচার করবো।’