হিমাচলপ্রদেশে জিতলেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। ২২ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর কুর্সি তাঁর এবং বিজেপির দখলে থাকবে কিনা, তা স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে। ৬৮ আসনের হিমাচল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৩৫ আসন। হিমাচল নিয়ে এই অনিশ্চিয়তা দলের অজানা ছিল না।
সূত্রের খবর, সেকারণেই ভোটের আগেই হেভিওয়েট নির্দলদের সঙ্গে আলোচনা শুরু করে বিজেপি। সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে হিমাচলে জয়ের মুখে দাঁড়িয়ে থাকা এক নির্দলের পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা দেবেন্দ্র ফড়ণবিশ। জানা যাচ্ছে ভোটের পর ওই নির্দল প্রার্থী সস্ত্রীক মুম্বই গিয়েছিলেন চিকিৎসা করাতে। তখনই ফড়ণবিশের সঙ্গে বৈঠক হয় তাঁর। তিনি আসলে বিজেপির বিক্ষুব্ধ প্রার্থী।
একই সঙ্গে গণনা চলছে উত্তরপ্রদেশের মইনপুরী লোকসভা কেন্দ্র সহ দেশের পাঁচ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের। ছত্তিশগড়ে ভানুপ্রতাপপুরে এগিয়ে সাবিত্রি মনোজ মান্ডভি এবং পিছিয়ে বিজেপি প্রার্থী ব্রহ্মানন্দ নেতাম।
এদিকে, উত্তরপ্রদেশের মইনপুরী কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। উত্তর প্রদেশের খাটুউলি কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে আরএলডির মদন ভাইয়া, পিছিয়ে বিজেপির রাজকুমারী। রামপুর কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে সমাজবাদী পার্টি প্রার্থী মহম্মদ অসীম রাজা, পিছিয়ে বিজেপির আকাশ সাক্সেনা। অন্যদিকে, রাজস্থানের সর্দারশহর কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী অনিল কুমার এগিয়ে। পিছিয়ে বিজেপি প্রার্থী অশোক কুমার।