জেলা

বিজেপি প্রার্থী বড়মার নাতি সুব্রত

মঙ্গলবার শেষ ১৩টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় নতুন চমক বড়মার নাতি। এবার গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুব্রত ঠাকুরকে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রধান সেবায়েত মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। ৩০ জনের দাবি থাকলেও একজন মতুয়াকেও প্রার্থী করা হয়নি বলে তোপ দেগেছিলেন। এমনকী মতুয়া ভোট নিয়ে আর কোনও দায়িত্ব থাকবে না বলেও বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরই মঙ্গলবার সকালে বিজেপি মোট ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করতেই দেখা গেল ভোলবদল!
এবারের বিধানসভা নির্বাচনে একাধিক সাংসদকে টিকিট দিয়েছে বিজেপি। তখন জল্পনা তৈরি হয়, শান্তনু ঠাকুরকে প্রার্থী করতে চাইছেন অমিত শাহরা। কিন্তু ঠাকুরবাড়ির এই সদস্য স্পষ্ট জানিয়ে দেন ভোটে লড়তে রাজি নন তিনি। রাজ্যের একাধিক কেন্দ্রে বড় ফ্যাক্টর মতুয়া ভোট। এরপরেই বড়মার আর এক নাতি সুব্রত ঠাকুরকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।
গত লোকসভা ভোটের বিচারে গাইঘাটা আসনে ৩৫ হাজার ভোটে এগিয়েছিল বিজেপি। এখন আসন্ন বিধানসভা ভোটে গাইঘাটা আসনে সে ফায়দা বিজেপি তুলতে পারবে কিনা, তা বলবে সময়ই। তবে এবার তৃণমূলের তরফে মতুয়াদের কাউকে প্রার্থী না করার বিষয়ে নিজের দলের প্রতিই উষ্মাপ্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরও। সবমিলিয়ে সুব্রতকে গাইঘাটায় প্রার্থী করে লাভের অঙ্ক ঘরে তুলতে চাইছে বিজেপি। এখন দেখার ২২ এপ্রিল ভোটবাক্সে কী রায় দেয় মতুয়ারা।
অন্যদিকে, সমতলের সঙ্গে সঙ্গে পাহাড়েও বাড়ছে ভোট উত্তাপ। পাহাড়ের তিন কেন্দ্রে প্রার্থী তালিকা আগেই ঘোষণা করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা (বিনয় গোষ্ঠী)। এবার প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপিও। কালিম্পং কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভা প্রধান, দার্জিলিং কেন্দ্রে বিজেপির প্রার্থী নীরজ তামাং জিমবা এবং কার্শিয়াং কেন্দ্রের প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা। করণদিঘি কেন্দ্রে বিজেপির প্রার্থী সুভাষ সিনহা, ইটাহারে অমিত কুমার কুন্ডু, বাগদাতে বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া, বালুরঘাটে অশোক লাহিড়ী, রাসবিহারীতে প্রাক্তন সেনা জেনারেল সুব্রত সাহা, বহরমপুরে সুব্রত মৈত্র, চৌরঙ্গিতে দেবব্রত মাঝি, কাশীপুর বেলগাছিয়াতে শিবাজি সিংহ রায়।