ডায়মন্ডহারবারে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক হালদার। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, হরিদেবপুর এলাকায় প্রচার চালানোর সময় আচমকা কিছু লোক তাঁর উপর হামলা করে। বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনায় উত্তপ্ত এলাকা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, শাসক দলের কর্মী–সমর্থকরাই ওই কাণ্ড করেছে। তৃণমূলের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই ঘটনা ঘটেছে।
দীপক হালদার আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ডায়মন্ডহারবারের সুপার স্পোশালিটি হাসপাতালে। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর বুকে চোট রয়েছে বলে খবর। প্রচার চলাকালীন তাঁর উপরে হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে ডায়মন্ডহারবারের হাসপাতাল মোড়ে বিজেপি কর্মী–সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। চলে অবরোধ। ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশ ও আধাসেনা এসে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
ঘাসফুল শিবিরের দাবি, দীপক হালদার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাই তাঁকে প্রার্থী হিসেবে মানতে পারেনি দলেরই একটি বড় অংশ। এই বিক্ষুব্ধ অংশই হামলা করে তাঁর উপর। তার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। ভোটের আবহে শাসক-বিরোধী চাপান-উতোরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সবমিলিয়ে ভোটের টান টান উত্তেজনাপূর্ণ মেজাজে ফুটছে গোটা বাংলা।
