বিজেপির প্রার্থীতালিকা প্রকাশ পিছিয়ে গেল। রবিবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ। তাই তার মধ্যে অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাও ঘটতে পারে বলে খবর। আবার থাকছে প্রাচীন ও নব্য বিজেপির মধ্যে দ্বন্দ্বের আশঙ্কাও। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে দলের অন্দরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিছিয়ে দেওয়া হোক প্রার্থী তালিকা প্রকাশ।
জানা গিয়েছিল, ৪ বা ৫ মার্চ নাগাদ রাজ্য বিজেপির পক্ষ থেকে তাদের প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। কিন্তু ৫ তারিখে বিজেপি তাদের প্রার্থীতালিকা প্রকাশ করতে পারল না। বিজেপি সূত্রে খবর, মোদীর ব্রিগেড সভা মিটলে প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতালিকা যদি চূড়ান্তই হয়ে গিয়ে থাকে, তা হলে তা আগেই প্রকাশ করতে সমস্যা কোথায়? উঠছে প্রশ্ন।
এই প্রশ্নের কোনও সদুত্তর বিজেপি নেতারা দিচ্ছেন না। বাংলায় দলের পালে যেহেতু এই প্রথমবার এত হাওয়া, সেহেতু রাজ্যের প্রায় সব প্রান্তেই পুরনো বিজেপি নেতারা টিকিট পেতে ইচ্ছুক। তৃণমূল এবং অন্যান্য দল ছেড়ে ইতিমধ্যেই বহু বড় বড় নাম বিজেপিতে যোগ দিয়েছে। সুতরাং প্রার্থীতালিকা ঘোষিত হলেই কোথাও আদি, কোথাও নব্যদের মধ্যে ক্ষোভ তৈরি হবে, এমনই আশঙ্কা বঙ্গ বিজেপি’র।
যাঁরা সদ্য বিজেপিতে যোগ দিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে প্রার্থী করা হতে পারে বলে খবর।
যাঁরা তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, তাঁদের মধ্যেও বেশ কয়েকজন বিজেপির টিকিট পেয়ে যেতে পারেন। প্রকাশ্যে সে কথা কেউ বলছেন না। কিন্তু দীনেশ বাজাজ বা মালা সাহাদের নাম বিজেপি’র প্রার্থীতালিকায় থাকলে অবাক হওয়ার কারণ নেই, এ কথা বিজেপি নেতারাই আড়ালে জানাচ্ছেন।