দেশ ব্রেকিং নিউজ

মুকুল–সহ তারকা প্রার্থী

একুশের নির্বাচনে মুকুল রায়কে প্রার্থী করল বিজেপি। টিকিট পেয়েছেন তাঁরা ছেলে শুভ্রাংশুও। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী হলেন মকুল রায়। বীজপুরে তাঁর ছেলে। বিজেপির সর্বভারতীয়–সহ সভাপতি তথা একসময় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। তারকা প্রার্থী হিসাবে জায়গা করে নিয়েছেন পার্নো মিত্র বরানগর থেকে। অগ্নিমিত্রা পাল এবং রুদ্রনীল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করবেন যথাক্রমে আসানসোল দক্ষিণ, ভবানীপুর থেকে।
এছাড়া শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা প্রার্থী হয়েছেন। তাঁরা যথাক্রমে রাজহাট–গোপালপুর এবং হাবড়া থেকে প্রার্থী হয়েছেন। তবে, শুধু মুকুল নন, তাঁর হাত ধরে বিজেপিতে যাওয়া সব্যসাচী দত্ত, মুকুল-পুত্র শুভ্রাংশু, শীলভদ্র দত্ত, গৌরীশঙ্কর দত্তদেরও প্রার্থী করেছে বিজেপি। ২০০১ সালে জগদ্দলে তৃণমূলের প্রার্থী হয়ে হেরেছিলেন মুকুল। তার ২০ বছর বাদে কৃষ্ণনগর উত্তরে ফের ভোটের ময়দানে নামবেন তিনি। ওই কেন্দ্রে তাঁর বিরোধী তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়।
যদিও প্রথম চার দফা প্রার্থী তালিকা ঘোষণার পরই যেভাবে বিজেপির গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দিয়েছে, এরপরও সেই আদি ও নব্য বিজেপির সংঘাত চলে কিনা, সেটাই এখন দেখার। কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়। মীনাদেবী পুরোহিত জোড়াসাঁকোয়। শান্তিপুরে প্রার্থী হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বিধাননগরে প্রার্থী সব্যসাচী দত্ত।