রাজ্য

খড়দায় ভুয়ো ভোটারের অভিযোগ বিজেপি প্রার্থীর

ফের ভুয়া ভোটারের কারনে এদিন বিকেলে উতপ্ত হয়ে উঠল খড়দা। এবার আইডিয়াল অ্যাকাডেমির সামনে উত্তেজনা ছড়ায়। একাধিক কেন্দ্রে ভুয়ো ভোটারদের ভোট দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী জয় সাহা।

সরাসরি তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জয় সাহা৷ সেই প্রেক্ষিতে নতুন করে রণক্ষেত্র হয়ে ওঠে খড়দা৷

তাঁর অভিযোগ, “বাংলাদেশ থেকে এসে অনেকে ভোট দিচ্ছেন খড়দহে।” তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।

উল্লেখ্য, আজ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটা এই চার কেন্দ্রের উপনির্বাচন। গত বিধানসভা নির্বাচনে দিনহাটা এবং শান্তিপুরে জিতেছিলেন বিজেপির দুই সাংসদ প্রার্থী। সাংসদ পদ রাখতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাঁরা। সেকারণে এই দুই কেন্দ্রে উপনির্বাচন। অন্যদিকে খড়দহ এবং গোসাবার বিধায়কের মৃত্যু হয়েছে। সে কারণে ওই দুই কেন্দ্রে উপনির্বাচন।