ভারত বন্ধের সুযোগ নিয়ে এবার নিজেরাও বন্ধের রাস্তায় হাঁটল। আসলে পুরোটাই পূর্ব–পরিকল্পিত। কৃষক আন্দোলন নিয়ে দেশ তোলপাড়। তাই মঙ্গলবার কৃষকরা ভারত বন্ধ ডেকেছে। সেক্ষেত্রে বিজেপি করবে? এই ভাবনা থেকেই করা হয়েছিল উত্তরকন্যা অভিযান। আর তাতে মারা গিয়েছেন এক বিজেপি কর্মী। তাই নিজেরা মঙ্গলবার উত্তরবঙ্গ বনধ ডেকে বাড়িতে বসে থাকার রাস্তা করে নিলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বিজেপি এখন দাবি করেছে, পুলিশের লাঠিতে নয়, বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে গুলিতে। দিলীপ ঘোষের বক্তব্য, উলেন রায়ের মৃত্যুর কারণ ছররা গুলি। যদিও কৈলাস বিজয়বর্গীয় বলেন, আসলে ওটি রবার বুলেট। আর তার প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকল বিজেপি।
৮ ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে কৃষকরা। ওই কর্মসূচিকে সমর্থন জানাচ্ছে ব্যাঙ্ক আধিকারিক এবং কর্মচারীদের সংগঠনগুলি। স্বাভাবিকভাবেই মঙ্গলবার ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিল। এই বন্ধকে সমর্থন অর্থাৎ কৃষকদের ডাকা বন্ধকে সমর্থন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পরিস্থিতিতে রাজভবনে রাজ্যপালের কাছে গেলেন বিজেপি প্রতিনিধি দল। ছিলেন লকেট, জয়প্রকাশ, ভারতী ঘোষ, শোভন–বৈশাখী। সেখান থেকে বেরিয়ে তাঁরা জানালেন মঙ্গলবার রাজ্যজুড়ে প্রতিবাদ করবে বিজেপি। ইতিমধ্যেই কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন জানিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। কংগ্রেস, আপ, টিআরএস, এনসিপি এবং বামপন্থী রাজনৈতিক দলগুলিও সমর্থন জানিয়েছে।