দেশ লিড নিউজ

পাটলিপুত্র দখলের লড়াই চরমে

গণনার গোড়ার দিকে মনে হয়েছিল পরিবর্তনের পথেই রায় দিতে চলেছে বিহার। কিন্তু যত গণনা এগিয়ে যাচ্ছে তত মনে করা হচ্ছে বিহারে পরিবর্তন হতে পারে, তবে সেটা হল নীতীশ কুমারের বিপর্যয়। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, বিহারে ম্যাজিক ফিগার স্পর্শ করে গিয়েছে এনডিএ। তারা এগিয়ে ১১৯টি আসনে। ৬১টি আসনে এগিয়ে বিজেপি। আর ৯৯টি আসনে এগিয়ে মহাজোট।
এখনও পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার পথে এগিয়ে রয়েছে বিজেপি। তবে অনেক কিছুই বদল আসতে পারে। কারণ এখনও বেশ কয়েক রাউন্ড ভোট গণনা বাকি। রাঘোপুর আসনে এগিয়ে রয়েছেন লালপুত্র তেজস্বী যাদব। প্রাথমিক ভোট প্রবণতায় মহাজোট পিছিয়ে থাকায় জেডিইউ নেতা কেসি ত্যাগীর দাবি, লোকসভা ভোটে ২০০টি আসন পেয়েছিল এনডিএ। গত ১ বছরে তেমন বড় পরিবর্তন হয়নি। কোভিড-১৯–এর প্রভাব পড়েছে।
বিহারে এখনও পর্যন্ত সেরা চমক বিজেপি এবং বামেরা। গেরুয়াবাহিনী এখনও পর্যন্ত ৭০টি আসনে এগিয়ে রয়েছে। বামেরা এগিয়ে ১৮টি আসনে। এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। বামেদের বরাবরই এখানে অপ্রাসঙ্গিক ভাবা হয়েছিল। বিহারে আপাতত ১০টি আসনে এগিয়ে সিপিআই (এমএল)। বাকি ছ’টি আসনে এগিয়ে সিপিআই এবং সিপিএম। বিহারে ভোটগণনার প্রাথমিক প্রবণতায় আসন সংখ্যায় এগিয়ে আরজেডি। সবচেয়ে ক্ষতি হয়েছে নীতীশের দল জেডিইউ’‌র। তবে পাটলিপুত্র এবার কার দখলে? কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই এগিয়ে রয়েছে মহাজোট। আবার ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিতও আছে। বিহার বিধানসভায় ২৪৩ আসন। ম্যাজিক ফিগার ১২২।