ব্যবসায়ী বাকিবুর রহমান, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আঢ্যর পর রেশন দুর্নীতি মামলায় চতুর্থ ব্যক্তি গ্রেফতার। ইনি শঙ্করের ঘনিষ্ঠ বলে ইডি সূত্রে খবর। রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বিশ্বজিৎ দাস নামে ওই ব্যবসায়ীকে। তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে খবর।
মঙ্গলবার সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান করে ইডি। সল্টলেকের আইবি ব্লক, নিউ আলিপুরের একটি বহুতল মিলিয়ে অন্তত ৬ জায়গায় তল্লাশি চালায় তাঁরা। সল্টলেকেই এই বিশ্বজিৎ দাসের বাড়িতে যান ইডি আধিকারিকরা। বুধবার সকালে গ্রেফতার হন তিনি।