দেশ লিড নিউজ

বিরসা মুন্ডার জন্মদিনে জনজাতীয় গৌরব দিবস ঘোষণা কেন্দ্রের

এবার থেকে ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিবসটিকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ‘জনজাতীয় গৌরব দিবস’-এর কথা ঘোষণা করেন। আদিবাসীদের গৌরবময় ইতিহাসকে স্মরণ করতে ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর, এই এক সপ্তাহ ধরে দেশজুড়ে বিরসা মুন্ডার জন্মদিবস তথা ‘জনজাতীয় গৌরব দিবস’ পালন করা হবে।

উনিশ শতকের ব্রিটিশ ভারতে জন্ম হয়েছিল বিরসা মুন্ডার। মুন্ডা জনজাতির কাছে গৌরবময় ব্যক্তিত্ব ছিলেন তিনি। বিরসা মুন্ডার জন্ম ১৮৭৫ সালের ১৫ নভেম্বরে। বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলে আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সমাজ সংস্কারের কাজেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কালে কালে মুন্ডা জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে তিনি বিরসা ভগবান হয়ে ওঠেন।

প্রসঙ্গত, ‘জনজাতীয় গৌরব দিবস’ এবং ‘ঝাড়খণ্ড প্রতিষ্ঠা দিবস’ একই দিনে পালন করা হবে।