সাতটি রাজ্যে মিলল বার্ড ফ্লু–র নমুনা। পাখিমৃত্যু দেখলেই ছড়াচ্ছে আতঙ্ক। কেন্দ্রীয় সরকার দ্রুত সতর্কতা জারি করেছে। যে কোনওভাবে হোক রুখতে হবে বার্ড ফ্লু সংক্রমণ। রাজ্যগুলিকে এই মর্মেই নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। আর নমুনা পাঠানো হয়েছে জলন্ধরের পরীক্ষাগারে। সোমবার জানা যাবে পরীক্ষার ফল। আপাতত বার্ড ফ্লু–র আঁচ লাগল রাজধানীতেও। বন্ধ হয়ে গেল গাজিপুর বাজার।
ইতিমধ্যেই বার্ড ফ্লু ছড়িয়েছে কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট এবং উত্তর প্রদেশে। পাশাপাশি রাজধানী দিল্লিতেও রবিবার আঁচ পড়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, হাঁস–মুরগি এবং এই জাতীয় জ্যান্ত পাখি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার। গাজিপুর মার্কেট বন্ধ করা হয়েছে ১০ দিনের জন্য।
এদিকে মধ্যপ্রদেশে সাতাশটি জেলা মিলিয়ে প্রায় ১,১০০টি কাক মরেছে। ছত্তিশগড়েও মুরগি ও অন্যান্য পাখি মরার খবর এসেছে। মহারাষ্ট্রের পরভানি জেলায় প্রায় ৯০০ মুরগি মারা পড়েছে। কেরলে সংক্রমিত এলাকা থেকে পাখি সংগ্রহের কাজ চলছে। সব মিলিয়ে কোভিড–আবহে রাজ্যে রাজ্যে লড়াই শুরু হয়েছে বার্ড ফ্লু নিয়েও।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারও এই নিয়ে কড়া সতর্কতা জারি করেছে। পাখির থেকে এই রোগ কোনওভাবেই যেন মানুষের মধ্যে সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র। দিল্লিতে ময়ূরবিহার এলাকার একটি পার্কে কাকের মড়ক দেখতে পান সাধারণ মানুষ। তারপরই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। পরে সঞ্জয় লেক এলাকা থেকেও মরা হাঁস মেলে। তাই এই কড়াকড়ি। গাজিপুর বাজার কর্তৃপক্ষ জানাচ্ছেন, একমাত্র এই বাজারেই পশুচিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণ থাকে। এখানে একমাত্র লাইসেন্স–প্রাপ্ত ফার্ম থেকেই মুরগি আসে। সমস্ত পোল্ট্রি বার্ডের নিয়মিত পরীক্ষা হয়। এমনকী শংসাপত্র ছাড়া কোনও কিছুই এখানে বিক্রি হয় না। ফলে, এই মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত খুব একটা মঙ্গলজনক হবে না। বাজার কর্তৃপক্ষ অবশ্য দিল্লি সরকারের সঙ্গে আলোচনায় বসবে। আপাতত গাজিপুর বাজারে পাঠানো হয়েছে মেজিক্যাল টিম।