জেলা

তীব্র বিস্ফোরণে উড়ল বাড়ি!‌ খাগড়াগড়ের ছায়া বীরভূমে

খাগড়াগড়ের মতোই বীরভূমে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। আর তাতে কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে ইলামবাজারের জালালনগর গ্রামে। মঙ্গলবার দুপুরে বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল গোটা একটি পরিত্যক্ত বাড়িই। শক্তিশালী বোমা বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে বলে খবর। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা বাড়িটাই চোখের নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইলামবাজার থানার পুলিশ। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়িতে বোমা মজুত ছিল। সেই মজুত করা বোমা থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়িটি। স্থানীয় বাসিন্দারা সবাই জানেনও না যে বাড়িটি কার? বিস্ফোরণের পর পরই প্রথমে জানাও যায়নি যে বাড়িটি কার। কেন এই অবস্থায় পড়ে রয়েছে?‌ পরে জানা যায় যে, বাড়ির মালিকের নাম কাসেম আলি। দীর্ঘদিন আগেই বাড়ি মালিকের মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই পরিত্যক্ত বাড়িতে কে বোমা মজুত করল? সূত্রের খবর, রাজনৈতিক হিংসার জন্যই এই বোমা মজুত করা হয়েছিল। তবে তা কোন দল করেছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। বীরভূম বরাবরই অনুব্রত মণ্ডলের কথায় চলে। সেখানে বোমার বিষয়টি নিয়ে তাঁকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। আবার সম্প্রতি গেরুয়া বাহিনী এখানে মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে তাদের কর্মী–সমর্থকরা এই কাজে যুক্ত কিনা ভাবাচ্ছে সবাইকে।