ব্রেকিং নিউজ রাজ্য

Birbhum: ২৫ টন অবৈধ কয়লা উদ্ধার

বীরভূমে ফের উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ কয়লা। বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত দুবরাজপুর ব্লকের সাহাপুর অঞ্চলের ভগবতীপুর গ্রামে ২৫ টন অবৈধ কয়লা উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া অবৈধ কয়লার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার বা আটক হয়নি।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে সদাইপুর থানার পুলিশ খবর পায় দুবরাজপুর ব্লকের সাহাপুর অঞ্চলে ভগবতীপুর গ্রামে এক ব্যক্তির বাড়ির সীমানার মধ্যে বিপুল পরিমাণে অবৈধ কয়লা মজুত করা রয়েছে। এরপর সদাইপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে ট্রাক্টর ও জেসিবি মেশিন দিয়ে সেই অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে বীরভূমের লোকপুর থানা এলাকায় কয়লা উদ্ধার করতে গিয়ে পুলিশের সাথে কয়লা কারবারিদের খন্ড যুদ্ধ বেধে যায়। তারপর থেকেই পুলিশ একের পর এক অভিযান চালায়। ঠিক সেরকমই আবারও গোপন সূত্র খবর পেয়ে দুবরাজপুর ব্লকের ভগবতীপুর গ্রাম থেকে এই বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করা হয়েছে।