ভারত কী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্ন এখন বড় হয়েছে। কারণ দেশে তৈরি অস্ত্র দিয়েই ভবিষ্যতের যুদ্ধগুলি জিতবে ভারত বলে শুক্রবার মন্তব্য করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। পাশাপাশি এই বিষয়ে ডিআরডিও’র বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তার ব্যাখ্যা দেননি তিনি।
বরং বিপিন রাওয়াত বলেন, ‘বর্তমানে এমন একটা সময় চলছে যখন আমাদের দেশের বেসরকারি কোম্পানিগুলিও অনুপ্রাণিত হয়েছে। তাদের সমর্থন করার দরকার। তাহলেই ভবিষ্যতের যুদ্ধগুলি দেশীয় অস্ত্র দিয়েই জিতবে ভারত।’ আসলে এখন চিন–পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ বলেই এই মন্তব্য তিনি করেছেন বলে মনে করা হচ্ছে। তবে সেটা যুদ্ধের দিকে গড়িয়েছে কিনা তা তিনি জানাননি।
মিলিটারি লেকচার ফেস্টিভ্যাল–২০২০ নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে ডিআরডিও’র বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সংস্থার প্রধান জি সতীশ রেড্ডির নেতৃত্বে বিজ্ঞানীরা ভারতীয় নিরাপত্তারক্ষীদের জন্য উন্নতমানের অস্ত্র বানিয়েছেন বলেও উল্লেখ করেন। শুক্রবারের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি বলেন, ‘আমি দেখেছি এই ধরনের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ভারতকে একটি সুপার পাওয়ার বানাতে চাইছে। আর সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিজ্ঞানীরা।’