দেশ লিড নিউজ

চিনকে কড়া বার্তা ভারতের, বৈঠকের আগে হুঁশিয়ারি

চিনকে এবার সরাসরি কড়া বার্তা দিল ভারত। শুক্রবার সকালে এমন বার্তা পাবে চিন তা আশাও করতে পারেনি। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারাল বিপিন রাওয়াত পরিষ্কার বলে দিলেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে একটুও সরবে না ভারত। এই কড়া বার্তা এমন সময়ে দিলেন বিপিন, যেদিন ভারত–চিন দু’‌দেশের তরফে বৈঠক করে সীমান্তে উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেওয়ার কথা। আসলে চিন বারবার বৈঠক করলেও কথা রাখেনি। তার জন্যই ভারতের পক্ষ থেকে এই হুঁশিয়ারি শুনতে বল চিনকে বলে মনে করা হচ্ছে।
কী বললেন বিপিন রাওয়াত? ন্যাশনাল ডিফেন্স কলেজের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক ওয়েবিনারে সিডিএস বিপিন রাওয়াত বলেন, ‘‌সীমান্তে উত্তেজনা, অধিগ্রহণ এবং সুরক্ষা ইত্যাদি নিয়ে যে জটিলতা দু’‌দেশের অবস্থানকে ক্রমশ সঙ্কটের দিকে নিয়ে গিয়েছে, তা বিবেচনার মধ্যে রাখতেই হবে। লাদাখের প্রাকৃতিক পরিবেশে চিনের সেনারা বেশ অসুবিধার মধ্যে আছে। যেখানে ভারতের অবস্থা বেশ দৃঢ়। তাই চিন ও পাকিস্তানের মধ্যে যে কোনও গোপন সমঝোতা ভারতকে বেকায়দায় ফেলতে পারে। সেক্ষেত্রে এলএসি থেকে একচুল সরবে না ভারতীয় জওয়ানরা।’‌
উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বলেছিলেন, যে কোনও মূল্যে ভারত সীমান্তের শান্তি রক্ষা করবে। শুক্রবারই বিপিনের এই মনোভাব বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এদিনের বৈঠকের আগে ভারত নিজেদের বার্তা পৌঁছে দিল। আর চিনকে বুঝিয়ে দেওয়া হল কথা না রাখলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তার জন্য ভারত দায়ী থাকবে না। এখন দেখার এই বৈঠকে কি হয়।