অভিনেত্রী বিপাশা বসু চার বছর পর আবার পর্দায় ফিরছেন। তবে সিনেমার মাধ্যমে নয়, প্রথমবার তিনি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘ডেঞ্জারাজ’ নামের এই সিরিজে তার বিপরীতে অভিনয় করেছেন স্বামী করণ সিং গ্রোভার। বিয়ের পর প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন তারা।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বিপাশা বলেন, কাজ করার সময় আমার স্পেস দরকার হয়, আর করণ এটি বোঝে। স্বামী-স্ত্রী যদি সহকর্মী হয় তবে তারা পরস্পরকে বুঝতে পারে। তাই করণের সঙ্গে চুম্বন দৃশ্য করা আরো সহজ হয়। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে বিপাশা বসু বলেন, ওয়েব সিরিজে আমি নেহা চরিত্রে অভিনয় করেছি, যে স্কটল্যান্ডের একজন ডিটেকটিভ। চরিত্রটির জন্য আমি আমার চুল ছোট করে ফেলেছি। শুটিংয়ের আগে ওয়ার্কশপে যা শিখেছিলাম, তার সবই এই চরিত্র রূপায়নের ক্ষেত্রে প্রয়োগ করেছি।
প্রেম, প্রতারণা, ভালোবাসা ও থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন ভূষণ প্যাটেল। এ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন সোনালি রাউত, নাতাশা সুরি, নিতিন আরোরাসহ অনেকে। শুক্রবার এ সিরিজের প্রথম এপিসোড এমএক্স প্লেয়ারে মুক্তি পাবে।