এবার রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। রাজ্যপাল জগদীপ ধনকারের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে এবার রাজ্যপাল জগদীপ ধনকারের বিরুদ্ধে অভিযোগ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপাল জগদীপ ধনকারের বিরুদ্ধে সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ, রাজ্যপাল বিধানসভার প্রশাসনে হস্তক্ষেপ, বিল আটকে রাখার অভিযোগ এনেছেন অধ্যক্ষ। একই সঙ্গে তিনি রাজ্যে আট দফার ভোট নিয়েও নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছেন। রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিধানসভার ইতিহাসে কখনও কোনও রাজ্যপাল এমন এক্তিয়ার বহির্ভূতভাবে পরিষদীয় কাজকর্মে ও গরিব মানুষের স্বার্থে পাশ হওয়া বিল রুখতে কখনও হস্তক্ষেপ করেননি। বরং কেন্দ্রের প্রতিনিধি হয়ে অনেকেই রাজ্য সরকার ও বিধানসভাকে সাহায্য করেছেন।’
পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বাক্যুদ্ধ অব্যাহত। গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল যেভাবে প্রকাশ্যে গণতন্ত্রের পুনরুদ্ধারের মোড়কে পরিবর্তনের আওয়াজ তুলেছিলেন তা এক কথায় নজিরবিহীন। নির্বাচনের পরেও তিনি দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। রাজ্যের ভোট–পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
উল্লেখ্য, রাজ্যপাল জগদীপ ধনকারকে ডেঞ্জারাস ম্যান অ্যাখ্যা দিয়েছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিজেপি নেতার মতো আচরণ করছেন জগদীপ ধনকার। রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণে শান দিয়েছেন তৃণমূল নেতৃত্বও। তাঁরা রাজ্যপালকে ফিরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন। কেউ কেউ রাজ্যপাল পদটিই তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেত শুরু করেছেন।