ব্রেকিং নিউজ রাজ্য

কলকাতায় গুরুং, প্রশংসা মমতার

তিন বছর ধরে পুলিশের খাতায় ফেরার। মাথার উপরে একাধিক ধারায় মামলা। সেই বিমল গুরুংকেই বুধবার দেখা গেল সল্টলেকের গোর্খা ভবনের সামনে। দুর্গাপুজোর মরশুমে বিমলের উপস্থিতি খাস কলকাতায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, পাহাড়ে কি সমীকরণ বদলাচ্ছে? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কারণ এদিন সাংবাদিকদের গুরুং বলেন, ‘‌আমি এখনও মনে করি গোর্খাল্যান্ড গঠনের মাধ্যমেই আমাদের সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব। তাই যে দল আমাদের দাবিকে সমর্থন করবে আমরা তাকেই সমর্থন করব।’‌
বহুদিন ধরে দার্জিলিং পাহাড়ে ফেরা হয়নি তাঁর। সেই বিমল গুরুংই এবার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কলকাতায়। কিন্তু একেবারে খাস কলকাতার বুকে সেই ফেরার বিমল গুরুং। পঞ্চমীর বিকেলে হঠাৎই গাড়ি করে সল্টলেকের গোর্খা ভবনে আসেন বিমল গুরুং। বিমল গুরুং গা ঢাকা দেওয়ার পর থেকে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে খবর। এমনকী দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তার নির্বাচনের নেপথ্যেও ছিলেন তিনি। সেই বিমল গুরুংই কলকাতায়।
বিজেপি’‌র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন গুরুং। তিনি বলেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার গোর্খাল্যান্ড গঠনের আশ্বাস দিলেও ৬ বছরে সেই দাবি পূরণ হয়নি। তাই আমরা বিজেপি’‌র সঙ্গ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’‌ ২০১৭ সালের পর এই প্রথমবার প্রকাশ্যে তিনি। পুলিশ অফিসার অমিতাভ মালিককে খুনের মামলায় অভিযুক্ত বিমল। রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর মামলা রয়েছে বিমল গুরুংদের বিরুদ্ধে। বিমলকে এতদিন হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। সেই তিনিই এবার কলকাতায়। মাঝে মধ্যেই অবশ্য অজানা আস্তানা থেকে স্রেফ অডিও মেসেজ পাঠাতেন। আর পাহাড়ে তার অনুপস্থিতিতেই উঠে আসেন বিনয় তামাং। রাজ্য সরকার তথা তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তাঁর। কিন্তু তারই মধ্যে এবার বিমল গুরুঙ্গ কলকাতা। বিজেপি–কংগ্রেসের অভিযোগ, বিধানসভা ভোটে পাহা়ড়ের রাশ ফিরে পেতে আবার বিমল গুরুংয়ের সঙ্গে সমঝোতা করে নিচ্ছে রাজ্য সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করেছেন। তিনি আদর্শ নেত্রী। আমরা চাই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই মমতাকে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে লড়তে চাই।’‌ সুতরাং বিমল এখন পাহাড়ে ফিরতে শাসকদলের দিকে ঢলে পড়লেন বলে মনে করা হচ্ছে। যদিও দিলীপ ঘোষের অভিযোগ, ক্ষমতার লোভে মমতার কাছে আত্মসমর্পণ করেছেন গুরুং।