কর্নাটকে ভোটের আগেই সে রাজ্যে বিড়ম্বনায় বিজেপি। কর্নাটকের বিজেপি বিধায়ক মাদল বিরূপাক্ষের ছেলে প্রশান্ত বিরূপাক্ষের বিরুদ্ধে উঠেছিল ঘুষ নেওয়ার অভিযোগ। এবার তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রায় ৬ কোটি টাকা। কর্নাটক সরকারের গঠিত লোকায়ুক্ত এই তল্লাশি অভিযান চালায়। যদিও অভিযান এখনও চলছে বলে জানা গিয়েছে। ঘটনার পরই বিরোধীরা সরব হয়েছেন শাসকদল বিজেপির বিরুদ্ধে।
জানা যাচ্ছে, বৃহস্পতিবারই লোকায়ুক্ত আধিকারিকদের কাছে ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছিলেন বিজেপি বিধায়কপুত্র প্রশান্ত। তিনি বেঙ্গালুরুর জনবন্টন এবং নিকাশি বিভাগের মুখ্য হিসাবরক্ষক পদে যুক্ত। ৪০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েন তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকেই কর্নাটকের লোকায়ুক্ত প্রশান্তেল বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় তল্লাশি। শুক্রবার সকাল পর্যন্ত ওই বাড়িতে উদ্ধার হয়েছে ৬ কোটি টাকা। উল্লেখ্য, বৃহস্পতিবারই তাঁর অফিস ও বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১ কোটি ৭ লক্ষ টাকা নগদ।
সম্প্রতি, কর্নাটকের ওই বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। যার তদন্ত শুরু করে কর্ণাটকের লোকায়ুক্ত। পরিচয় গোপন করে লোকায়ুক্তের আধিকারিকরা পৌঁছে যান বিধায়কপুত্রের কাছে। এরপরই তদন্তকারীদের কাছে ঘুষ চেয়ে বসেন বিধায়কপুত্র। এরপরই ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা হয় তাঁকে।