আজ, লোকসভায় ধ্বনি ভোটে পাস হল কৃষি আইন প্রত্যাহার বিল। এদিন কোনো আলোচনা ছাড়াই পাস হল কৃষি আইন প্রত্যাহার বিল। সংসদের নিম্নকক্ষে চিৎকার চেঁচামেচির মধ্যেই কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হল।
কৃষি আইন প্রত্যাহার ঘিরেই উত্তপ্ত সংসদের শীতকালীন অধিবেশন। আজ অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কৃষক আন্দোলনের কারণে মৃত কৃষকদের তালিকা তৈরি ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লোকসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিজেপি ও কংগ্রেসের তরফে হুইপ জারি করে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। অধিবেশন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
এবার যে ৩০টি বিল পেশ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে বিদ্যুত্, পেনশন, ব্যাঙ্কিং, বিভিন্ন আর্থিক সংস্কার সংক্রান্ত বিল। যদিও এর মধ্যে বেশ কিছু বিল নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের। ফলত শীতকালীন অধিবেশন বেশ উত্তপ্ত।
বিরোধীদের আক্রমণের প্রধান হাতিয়ার হতে চলেছে কৃষি আইন, পেট্রোপণ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা-সহ একাধিক বিষয়।
শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, সরকার সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। শান্তিপূর্ণভাবে আলোচনা করার কথা বলেছেন তিনি।