বাংলাদেশ

ব্যাঙ্কের গভর্নর পদের বয়সসীমা বাড়াতে সংসদে বিল

এবার বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নরের পদে থাকার বয়সসীমা বাড়াতে চলেছে শেখ হাসিনা সরকার। তাই পদ্মাপারের জাতীয় সংসদে বিল পেশ করা হয়েছে। এই বিলটি পাশ হলে কেন্দ্রীয় ব্যাঙ্কের বর্তমান গভর্নর ফজলে কবিরকে তার পদে আরও দু’‌বছর থাকতে হবে। তবে তাঁকে আরও দু’‌বছর রাখার জন্যই এই কৌশল নেওয়া হল কিনা বোঝা যাচ্ছে না।
বুধবার সংসদের অধিবেশনে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ‘বাংলাদেশ ব্যাঙ্ক (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০’ নামে এই বিলটি উত্থাপন করেন। তারপর স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সামনে মাছে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রির অপরাধে সাত বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আইনি প্রস্তাব রেখে আর একটি বিল সংসদে উত্থাপন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম।
বর্তমান আইনে বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর পদে থাকার সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর। উত্থাপিত বিলে ৬৭ বছর করার প্রস্তাব রয়েছে। বর্তমান গভর্নর ফজলে কবিরের ৬৫ বছর পূর্ণ হয়েছে। বিলটি পাশ হলে তিনি আরও দু’‌বছর এই পদে থাকতে পারবেন। করোনা মহামারির সময়ে ফজলে কবিরকে আরও দু’‌বছরের জন্য বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর পদে রাখতে চায় সরকার।
যদিও এই বিলের কারণ সম্পর্কে অর্থমন্ত্রী জানান, দেশের সুষ্ঠু আর্থিক ব্যবস্থার স্বার্থে এই প্রতিষ্ঠানের কার্যকর ও উন্নততর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। কবিরের প্রজ্ঞা, বিচক্ষণতা, কর্মদক্ষতা, অভিজ্ঞতা এবং নেতৃত্ববাচক গুণাবলি বিচার করে ওই পদে রাখা হচ্ছে। উল্লেখ্য, রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করলে পরদিনই ফজলে কবিরকে চার বছরের জন্য গভর্নর নিয়োগ দেয় সরকার।