আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

লন্ডন থেকে বিতাড়িত হওয়ার পথে কিংফিশার কর্ণধার বিজয় মালিয়া

শুধু ভারত নয়। এবার লন্ডন থেকেও বিতাড়িত হওয়ার পথে বিজয় মালিয়া। জানা গেছে, সুইস ব্যাংক ইউবিএসের মোটা অঙ্কের ঋণ না মেটানোয় মালিয়াকে লন্ডনের বাড়ি ফাঁকা করার নির্দেশ দিয়েছে সেদেশের আদালত। অর্থাৎ, বিজয় মালিয়া যে শুধু দেশীয় ব্যাংকের সাথে প্রতারণা করেছেন তা নয়, ঘোল খাইয়েছেন বিদেশের ব্যাংকগুলিকেও।

সূত্রের খবর, ইউবিএস চাইলেই এবার মালিয়াকে সপরিবারে বিতাড়িত করে লন্ডনের অভিজাত বাড়িটি যেকোন সময় দখল করতে পারে। উল্লেখ্য, ভারত থেকে পালিয়ে মালিয়া নিজের ছেলে সিদ্ধার্থ এবং ৯৫ বছর বয়সি মায়ের সাথে লন্ডনের ওই বিলাসবহুল বাড়িতেই থাকছেন।

জানা গেছে, লন্ডনের রিজেন্ট পার্কের কর্ণওয়েল টেরেজ অ্যাপার্টমেন্টের এই বাড়িটি বন্ধক রেখে ২০১২ সালে সুইস ব্যাংক ইউবিএসের কাছ থেকে প্রায় ১৮৫ কোটি টাকা ঋণ নেন মালিয়া। ঋণ শোধ করার মেয়াদ শেষ হয়েছে সেই ২০১৭ সালে। কিন্তু মেয়াদ শেষের পরও সব ঋণ শোধ করতে পারেননি মালিয়া। তবে, ইউবিএস মালিয়াকে ধাপে ধাপে ঋণ শোধ করার জন্য অতিরিক্ত সময় দেয়। কিন্তু ২০২০ সালের এপ্রিল মাস থেকে আর কোনও কিস্তি দিতে পারেননি মালিয়া।

সেসময়ই ঋণের টাকা না পাওয়ায় বাড়িটি দখল করতে চেয়েছিল ইউবিএস। কিন্তু করোনার জন্য মালিয়াদের বাড়ি থেকে বের করে দেওয়া সম্ভব হয়নি। অপরদিকে মালিয়ার আইনজীবী ঋণের মেয়াদ আরও বাড়ানোর দাবিতে লন্ডনের আদালতে আবেদন করেন। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়ে বাড়িটি দখল করতে ইউবিএসকে ছাড়পত্র দিয়েছেন বিচারক। অর্থাৎ সব মিলিয়ে একসময়ের লিকার ব্যারন এখন বেশ বিপাকে।

প্রসঙ্গত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ একাধিক ভারতীয় ব্যাংক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ব্রিটেনে গা ঢাকা দিয়েছেন কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার বিজয় মালিয়া। ভারত সরকার তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করলেও বিভিন্ন ধরনের আইনি মারপ্যাঁচে শেষ পর্যন্ত তাঁকে দেশে ফেরানো সম্ভব হয়নি।