আজ ২৪৩ আসনের বিহার বিধানসভার ৯৪টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তার আগে ২৮ অক্টোবর ৭১টি আসনে ভোটগ্রহণের পর আজ দ্বিতীয় দফা। তিন দফার বিহার বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফায় পাটলিপুত্রের কুর্সি দখলের লড়াই শুরু হয়েছি। আর মানুষকে ভোটদানের আহ্বান জানিয়ে গণতন্ত্রের উত্সবকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দ্বিতীয় দফার ভোটে ১৭টি জেলায় ভোটগ্রহণ হচ্ছে। মোট ৪১,৩৬২টি বুথে সকাল ৭টা থেকে চলছে ভোটগ্রহণ। প্রার্থীর সংখ্যা ১,৪৬৩ জন। এঁদের মধ্যে পুরুষ ১,৩১৬ জন, মহিলা ১৪৬ জন এবং একজন তৃতীয় লিঙ্গের। মূলত মহাজোটের সঙ্গে এনডিএ’র লড়াই। যদিও, উপেন্দ্র কুশওয়াহা ও চিরাগ পাসোয়ানের ভূমিকা কী হয়, সেদিকেও নজর রাখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাটনা, ভাগলপুর, নালন্দা, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, শেওহর, সীতামারি, মধুবনী, দ্বারভাঙা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই এবং খাগারিয়া জেলার ৯৪টি আসনে চলছে জোরকদমে।
মঙ্গলবার সকালে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ভারতের বিভিন্ন জায়গায় আজ উপনির্বাচন চলছে। এই আসনগুলির যাঁরা ভোটার, তাঁদের কাছে আর্জি জানাব, অধিক সংখ্যায় ভোটদান করুন এবং গণতন্ত্রের উত্সবকে শক্তিশালী করে তুলুন। বিহারে বিধানসভা নির্বাচন ছাড়াও এদিন উত্তরপ্রদেশ, গুজরাত, ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, নাগাল্যান্ড, ওডিশা এবং তেলঙ্গানায় উপনির্বাচন রয়েছে। উল্লেখ্য, গত ২০১৫ সালের ভোটে এই ৯৪টি আসনের মধ্যে আরজেডি ৩৩টিতে জিতেছিল। জেডি(ইউ) ৩০, বিজেপি ২০, কংগ্রেস ৭ এবং অন্যেরা ২টি আসনে জয়ী হয়। তবে সেবার আরজেডি–কংগ্রেসের সঙ্গেই ছিল নীতীশ কুমারের জেডিইউ। নীতীশের দল ভোটের আগে থেকেই বিজেপি’র সঙ্গী হয়েছে।
এবার লড়াইয়ে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে তেজস্বীর বড় ভাই তেজপ্রতাপেরও। তিনি লড়াই করছেন হাসানপুর আসন থেকে। মহুয়া থেকে লড়াই করছেন তেজপ্রতাপের স্ত্রী ঐষর্য রাই। রাজ্যের মন্ত্রী নন্দকিশোর যাদব লড়াই করছেন পাটনা সাহিব আসন থেকে। বাঁকিপুরে এবার কঠিন পরীক্ষার মুখে একাধিক বারের বিধায়ক নিতিন নবীন। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহার ছেলে লব সিনহা। দ্বিতীয় দফার ভোটের প্রচারে বিহারের শাসক জোটকে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রচারে থাকলেও বিরোধীদের পাল্টা দিতে প্রধান মুখ সেই মোদীই।
এদিন সকাল সকাল ভোট দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, রাজ্যপাল ফাগু চৌহান। ভোট দিয়েছেন এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান। নীতীশমুক্ত বিহার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। বিহারের বিধানসভা ভোট ছাড়াও এ দিন আরও ১০টি রাজ্যের ৫৪টি বিধানসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সব থেকে বেশি সংখ্যক আসনে উপনির্বাচন মধ্যপ্রদেশে। সেখানে এদিন ২৮টি বিধানসভায় ভোটগ্রহণ চলছে। কোভিডে কেন্দ্র ও রাজ্য সরকারের পদক্ষেপের ওপর কি কার্যত গণভোট? ঘরে ফেরা প্রায় আড়াই লক্ষ পরিযায়ী শ্রমিকের ভোট কোন দিকে? সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যেই বা কী ভাবছেন ভোটাররা? বিধানসভা নির্বাচন কি কৃষি আইনের ওপরও গণভোট? হাথরস কাণ্ডে দলিত জনমানসে কী প্রভাব? উত্তরে দেবে বিহার।