দেশ ব্রেকিং নিউজ

জাতীয় সঙ্গীতে ব্যর্থ শিক্ষামন্ত্রী

নীতীশ কুমারের মন্ত্রিসভার মধ্যেই নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে তাঁর সরকারকে। নীতীশের দল জেডিইউয়ের নেতা মেওয়ালাল চৌধুরীর এক পুরনো ভিডিও নতুন করে শেয়ার করেছে আরজেডি। তাতে দেখা যাচ্ছে তিনি দেশের জাতীয় সংগীতও ঠিক করে গাইতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় মেওয়ালালকে ট্রোলডও হতে হচ্ছে ভিডিওটির জন্য। আর এটাই এখন নেটপাড়ায় বড় খবর হয়ে দাঁড়িয়েছে।সদ্য বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতা এসেছে এনডিএ জোট।
তেজস্বী যাদবের দলের তরফে ওই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা কুর্তা–পাজামা, গেরুয়া জ্যাকেট এবং গান্ধী টুপি পরিহিত মেওয়ালাল জাতীয় সংগীত গাইছেন। কিন্তু বহু শব্দেরই উচ্চারণ ভুল করছেন তিনি। এমনকী অন্য শব্দও ইচ্ছেমতো বসিয়ে দিচ্ছেন গানের লাইনে। এভাবেই কোনও মতে গান শেষ করেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই ভিডিওকেই ‘অস্ত্র’ করে আরজেডির তোপ, ‘বিহারের শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী, যিনি বহু দুর্নীতি মামলার অভিযুক্ত, তিনি তো জাতীয় সঙ্গীতটাও ঠিক করে জানেন না। নীতীশ কুমারজি, লজ্জার আর কিছু বাকি আছে? বিবেকটা কোথায় ডুবিয়ে দিলেন?’ ভিডিও দেখে মেওয়ালালের মন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। এই ধরনের নেতারা দেশ, রাজ্য তথা গোটা সমাজের জন্যই কলঙ্কের বলেও সমালোচনা করেন কেউ কেউ।