Mid day meal distribution will start from 20th April for upto class 8. In this phase every student will get 3kg rice and 3kg potato.
ব্রেকিং নিউজ রাজ্য

ফের রাজ্য প্রশাসনের শীর্ষপদে বড়সড় রদবদল

ফের রাজ্য প্রশাসনের শীর্ষপদে বড়সড় রদবদল করা হল। রাজ্যের অর্থ দফতরের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল মনোজ পন্থকে।

অন্যদিকে, নতুন অর্থসচিব করা হল অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার প্রভাতকুমার মিশ্রকে। পরিকল্পনা ও তথ্যদপ্তরের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হল। এতদিন প্রভাত কুমার সেচ দফতরের অতিরিক্ত মুখসচিব পদে ছিলেন। তার জায়গায় শেষ দফতরের দায়িত্ব নিলেন মনোজ পন্থ। সেচ ও জল সম্পদ উন্নয়ন দপ্তরের সচিব করা হল রোশনি সেনকে। তিনি মৎস্য দফতরের সচিব এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল তাঁকে। শুক্রবার এই মর্মে নির্দেশিকা প্রকাশ করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।