চলতি বছরে তৃতীয় বারের জন্য বাড়ল রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বাড়ানো হল রেপো রেট। শুক্রবার এই রেট ০.৫০ পয়েন্ট বাড়ানোর কথা ঘোষণা করেন আর বি আই -এর গর্ভনর শ্রী শক্তিকান্ত দাস। তাঁর ঘোষণা অনুযায়ী, বর্তমান রেপো রেট বেড়ে দাঁড়িয়েছে ৫.৪ শতাংশে। আগামী কয়েকদিনের মধ্যেই এই রেট বৃদ্ধির প্রভাবে বাড়তে চলেছে ইএমআই, যার জেরে প্রভাব পড়তে চলেছে চাকুরিজীবীদের জীবনে।
কারণ রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির কারণে ইমএমআইয়ের উপরও বাড়তে চলেছে সুদের হার। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে সমস্ত চাকুরিজীবীরা গাড়ি-বাড়ি, মোবাইল, ল্যাপটপের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে ইএমআইয়ের সুবিধে ভোগ করছেন, তাঁদের এরপর থেকে আরও বেশি করে টাকা দিয়ে ঋণ শোধ করতে হবে।
যদিও অন্যদিকে স্থায়ী আমানতের উপর সুদের হার বেড়ে যাওয়ায় উপকৃত হতে চলেছেন গ্রাহকরা৷ কারণ স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়াতে চলেছে সমস্ত ব্যাঙ্ক৷ স্বাভাবিকভাবে পেনশনভোগী এবং প্রবীণরা এতে লাভবান হবেন৷
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক এই নিয়ে টানা তৃতীয়বার রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করল। এর আগে জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.৫০ পয়েন্ট এবং তারও আগে মে মাসে রেপো রেট ০.৪ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছিল। যদিও করোনাকালে রিজার্ভ ব্যাঙ্ক টানা ১১ বার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল।