বিরাট পরিবর্তন আসছে প্যান কার্ডে! সংযুক্ত হবে নতুন ফিচার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় দীর্ঘ আলোচনার পর পার্মান্যান্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ডে ‘কুইক রেসপন্স’ বা কিউআর কোড যুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১,৪৩৪ কোটি টাকা।
সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বিবৃতি প্রকাশ করেছেন প্যান কার্ড নিয়ে। যেখানে বিস্তরে লেখা আছে এবার জনতা এই কিউআর কোডওয়ালা প্যান কার্ড ব্যবহার করে কী কী সুবিধা পাবেন।
কেন্দ্র সরকার জানিয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ হবে। পাশাপাশি বাড়বে লেনদেনের গতি।
এছাড়া কিউআর কোড থাকলে কমবে ডিজিটাল জালিয়াতি, যা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ সমস্যা। সেই দিক থেকেও অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলেই দাবি সরকারের।