বিনোদন

৭৮ এ পা দিলেন বিগ বি

ভারতীয় চলচ্চিত্র শিল্পে অমিতাভ বচ্চন একজন পূজনীয় অভিনেতা। যে কারণে আজ তার জন্মদিনে সামাজিক যোগযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা বার্তার জবাব দিতে গিয়ে তিনি লেখেন, তার জীবনে সেরা উপহার হল ভক্তদের ভালোবাসা।

নিজের ইন্সটাগ্রামে ভক্তদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “আপনাদের মহত্ত্ব আর ভালোবাসা আমার জীবনের সেরা উপহার… এর বেশি আমি আর কি চাইতে পারি।”

কয়েক মাস ধরেই বিগ-বি ‘কৌন বানেগা ক্রোড়পতি ১২’র নানান ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে আসছিলেন। অগাস্টে কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর তিনি এই শো’য়ের নতুন প্রান্তিকের কাজ আবার শুরু করেন। তিনি নতুন কাজের ঘোষণাও দিয়েছেন। ‘পিকু’ এবং ‘আকর্ষণ’ ছবির পর আবারও পর্দা ভাগাভাগি করতে চলেছেন দিপিকা পাড়ুকোনের সঙ্গে। সেখানে ‘বাহুবলি’ খ্যাত প্রভাসও রয়েছেন।

কয়েকে সেকেন্ডের টিজার টুইটারে পোস্ট করে অমিতাভ লেখেন, “এই গুরুত্বপূর্ণ এবং গৌরবময় ছবির অংশ হতে পেরে আমি সম্মানিত। বৈজয়ন্তী মুভিজের ৫০ বছর পূর্তিতে অনেক শুভেচ্ছা। আশা করি, এ রকম অনেক ৫০ বছর তাঁরা সাফল্যের সঙ্গে পার করবেন।”

তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের ওপর একটি বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর ছবিতে এই ত্রয়ী অভিনয় করবেন। কোভিড-১৯-এর জন্য তৈরি হওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই ছবির কাজ শুরু হবে।

আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘গুলাবো সিতাব’ ছবিতে বিগ-বি’কে শেষবারের মতো দেখা গিয়েছিল। যদিও মহামারী পরিস্থিতির জন্য সুজিত সরকার পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়।